Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) বিধিমালা প্রকাশের পর বেজে উঠেছে নির্বাচনের ঘণ্টা। এরপর থেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া আচারণবিধিও। আগামী সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। 

আজ শনিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্র জানায়, আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। এদিন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধি বিষয়ে আলোচনা হবে।

আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচনী আচরণ বিধিমালায় নতুন কোনও বিষয় সংযোজন বা বিয়োজন হবে কিনা, সে বিষয়েও ছাত্রনেতাদের নিকট মতামত চাওয়া হবে বলে নির্ধারণ করেছেন কমিশন।

এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। উপাচার্যের সভাকক্ষে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্রীয়াশীল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘রবিবার আমাদের একটি আলোচনা সভা আছে। আমাদের নির্বাচন হবে পরিচ্ছন্ন। শিক্ষার্থীদের একটি সুন্দর জকসু নির্বাচন উপহার দিতে চাই আমরা। ডোপ টেস্টের প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। তবে এটি বেশ ব্যায়বহুল।’

 

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের কোনও তারিখ এখনও নির্ধারণ করিনি। সার্বিক বিষয়ে চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্তগুলো নেব। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী সোমবার তফসিল ঘোষণা করতে পারব। আমরা একটি প্রস্তাবনা তৈরি করেছি।’