
মাদারীপুরের এক যুবক লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জীবন ঢালী (২২)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ঢালীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে লিবিয়ায় যান জীবন ঢালী। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ও স্বপ্নের ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি।
গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী জীবন ঢালী । বিষয়টি ফোন করে দেশে তার পরিবারকে নিশ্চিত করেছেন লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা। হঠাৎ এ মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পরিবারের সদস্যরা জানান, জীবন ছিলেন পরিবারের একমাত্র ভরসা। তার মৃত্যুর খবরে মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার অনেক যুবক দালালের খপ্পরে পড়ে জীবন দিচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত দেশের বহু যুবক এভাবে জীবন হারাচ্ছেন। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে নিহতের পরিবারকে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা।