Image description

অপেক্ষার প্রহর দীর্ঘ হওয়ায় ‘আনলাকি থারটিন’ বলে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হচ্ছিলেন তারা। কিন্তু না, শেষ পর্যন্ত লাকি বা সৌভাগ্যবানের তালিকায় নাম উঠলো পররাষ্ট্র ক্যাডারের আলোচিত সেই ১৩ কর্মকর্তার। ১৭ ব্যাচের একজন এবং ২১ ব্যাচের একজন ছাড়া বাকি ১১ জনই ২৪ ব্যাচের। সরকারি সূত্র জানিয়েছে, মহাপরিচালক/মিনিস্টার/কনসাল জেনারেল/গ্রেড-সি রাষ্ট্রদূত (গ্রেড-৩) পদে পদোন্নতির জন্য চলতি বছরের শুরুতে মোট ১৮ জন কর্মকর্তার নাম প্রস্তাব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের প্রথম এসএসবি হয় গত ১৫ই মার্চ। তখন খবর রটে ওই তালিকায় থাকা দু’জন সিনিয়র এবং নিয়মিত ব্যাচ হিসেবে ২৪ ব্যাচের ৩ জনের এসএসবি ক্লিয়ার হয়নি। বাকি ১৩ জনের বিষয়ে বোর্ড ইতিবাচক, তবে তাদের বিষয়ে আরও পর্যালোচনা হবে। সেই থেকে তাদের অপেক্ষা শুরু। ঠিক ১২০ দিনের মাথায় অর্থাৎ গত ১৫ই জুলাই দ্বিতীয় দফা এসএসবি বোর্ডে বিস্তৃত আলোচনা-পর্যালোচনা শেষে সেই ১৩ কর্মকর্তাকে পদোন্নতির চূড়ান্ত সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে পররাষ্ট্র ক্যাডারের ওই ১৩ কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করেছে সেগুনবাগিচা। প্রজ্ঞাপন মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক /মিনিস্টার/কনসাল জেনারেল/গ্রেড-সি রাষ্ট্রদূত (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন-

১. ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লোকাল) মো. আমিনুল ইসলাম খান (১৭তম ব্যাচ) 

২. ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (লোকাল) বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ (২১তম ব্যাচ), 

৩. কাজী এহসানুল হক, মিনিস্টার (লোকাল) বাংলাদেশ দূতাবাস, প্যারিস (২৪তম ব্যাচ), 

৪. সৈয়দ মুনতাসির মামুন, মহাপরিচালক (চলতি দায়িত্ব), পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, 

৫. প্রীতি রহমান, মিনিস্টার (লোকাল) বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস (২৪ ব্যাচ), 

৬. মো. রাশেদুজ্জামান, কনসাল জেনারেল বাংলাদেশ কনস্যুলেট, দুবাই (ব্যাচ: ২৪তম), 

৭. মো. ফারুক হোসেন, কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট, টরেন্টো (ব্যাচ: ২৪তম), 

৮. মৌসুমী রহমান মিনিস্টার (লোকাল), বাংলাদেশ দূতাবাস, মাস্কাট (ব্যাচ: ২৪ তম), বর্তমানে জাকার্তা, ইন্দোনেশিয়া, 

৯. আবু তাহের মো. আব্দুর রউফ মণ্ডল মিনিস্টার  (লোকাল), বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদ বর্তমানে মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয় (ব্যাচ: ২৪তম) 

১০. ইসরাত আরা, কনসাল জেনারেল বাংলাদেশ কনস্যুলেট, হংকং, বর্তমানে ডিপিআর, নিউ ইয়র্ক বাংলাদেশ স্থায়ী মিশন (ব্যাচ: ২৪তম), 

১১. শেলী সালেহীন, উপ-হাইকমিশনার বাংলাদেশ মিশন, চেন্নাই (ব্যাচ: ২৪তম), 

১২. মো. ওয়ালিউর রহমান মিনিস্টার (লোকাল), বাংলাদেশ দূতাবাস, দোহা, (ব্যাচ: ২৪ তম) 

১৩. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর, মহাপরিচালক (চলতি দায়িত্ব) পররাষ্ট্র মন্ত্রণালয় (বর্তমানে কনসাল জেনারেল, হংকং মিশন)। 

উল্লেখ্য, বাদ পড়াদের ছাত্রজীবনের রাজনীতি কিংবা ব্যক্তিগত জীবনাচরণ নিয়ে কানাঘুষা রয়েছে। তা নিয়ে বোর্ডেও নাকি প্রশ্ন উঠেছে। তবে অভিযোগগুলো সর্বাংশে সত্য নয় বলে দাবি করেন তাদের সহকর্মীদের কেউ কেউ।