
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় অবস্থিত এক হাজার বিঘা জমির মৎস্য খামার ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে চাঁদার দাবি করলে দিতে অস্বীকার করায় এই ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন এ এম সাইদুর রহমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে শফিকুল ইসলাম দুলু ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরে দাবির পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকায় উন্নীত করেন। চাঁদা না দেওয়ায় গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত একাধিক দফায় হামলা ও লুটপাট চালানো হয় ফিসারিজটিতে।
তিনি আরও জানান, ১৬ জুলাই দুই দফা হামলার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও লুটপাট থামেনি। শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হলেও পরবর্তী দিনগুলোতেও হামলার ঘটনা অব্যাহত থাকে। হামলায় ফিসারিজের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দেওয়ার জের ধরে দুলুর নেতৃত্বে মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মোড়ল, সালাউদ্দিন শাওন মোড়লসহ কয়েকজন ব্যক্তি ফিসারিজের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন।
এ ব্যাপারে এ এম সাইদুর রহমান বলেন, বিএনপির মধ্যে থাকা দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে প্যান্ডামিক ফিসারিজের প্রকল্পটি দখলবাজদের কবল থেকে মুক্ত করা জন্য আমি রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নেইনি। এমনকি এই ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।