Image description

রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাতের দিকে মোড়ে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে বিস্ফোরণ খুব শক্তিশালী ছিল না, অনেকটা বাজির মতো শব্দ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং আশপাশে কোনও দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালানো হয়, তবে বড় ধরনের কোনও আলামত পাওয়া যায়নি।

কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ওসি কাজী মুহাম্মদ নাসির। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা—দূর থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।