
চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২০ জুলাই) নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রইস উদ্দিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, বিকেলে নগরীর ২নং গেইট সংলগ্ন বিপ্লবী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ করার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অত্র এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও আছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রইস উদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এছাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশও সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে রয়েছেন। এছাড়া সিএমপির ডগস্কোয়াড টিম প্রস্তুত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় ডগস্কোয়াড টিম নামানো হবে। এছাড়া সন্দেহভাজন তল্লাশি, চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সপার মাহমুদা বেগম কালবেলাকে জানান, সিএমপির দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছ। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।
উল্লেখ্য, শেষখবর পাওয়া পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) পদযাত্রা কাপ্তাই রাস্তার মাথা অবস্থান করছেন।