Image description

বান্দরবানকে ‘শান্তির জায়গা’ বলে মন্তব্য করায় পার্বত্য জনগণের মর্যাদায় আঘাত এসেছে বলে অভিযোগ তুলে এনসিপি নেতা সারজিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন বান্দরবানের ছাত্র নেতারা। তা না হলে সারজিস আলম ও এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান দেন তারা। 

আজ রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বান্দরবানের ছাত্র নেতারা।

নেতারা জানায়, গত ৩ জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সারজিস একটি বক্তব্যে বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য চরম নিন্দনীয়, অবমাননাকর। একজন নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ।

নেতারা আরো বলেন, বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয় এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদাসম্পন্ন ও অধিকার সচেতন। এ জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা।