
বান্দরবানকে ‘শান্তির জায়গা’ বলে মন্তব্য করায় পার্বত্য জনগণের মর্যাদায় আঘাত এসেছে বলে অভিযোগ তুলে এনসিপি নেতা সারজিস আলমকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেছেন বান্দরবানের ছাত্র নেতারা। তা না হলে সারজিস আলম ও এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান দেন তারা।
আজ রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বান্দরবানের ছাত্র নেতারা।
নেতারা জানায়, গত ৩ জুলাই পঞ্চগড়ের জুলাই পদযাত্রা চলাকালে এনসিপি নেতা সারজিস একটি বক্তব্যে বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য চরম নিন্দনীয়, অবমাননাকর। একজন নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ।
নেতারা আরো বলেন, বান্দরবান কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল নয় এটি জাতিগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে সমৃদ্ধ এক জনপদ। এখানকার মানুষ শান্তিপ্রিয়, আত্মমর্যাদাসম্পন্ন ও অধিকার সচেতন। এ জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করা মানে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা।