
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, আদালতের আদেশ ছাড়াই তদন্ত সংস্থার সদস্যরা তাকে কারাগারে গিয়ে ভয়েস টেস্ট করিয়েছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করা হচ্ছে।
রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তিনি এ অভিযোগ করেন। এ সময় ইনু দাবি করেন, ভয়েস পরীক্ষার সময় তাকে কোনো আদেশ দেখানো হয়নি।
তবে এ অভিযোগ নাকচ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, তদন্ত সংস্থা আদালতের অনুমতি নিয়েই ভয়েস টেস্ট করেছে। তিনি বলেন, “চিফ প্রসিকিউটরের অনুমোদন এবং ট্রাইব্যুনালের আদেশ ছিল বলেই এটি করা হয়েছে।
আসামির সরাসরি কথা বলাকে কেন্দ্র করে চিফ প্রসিকিউটর আপত্তি তুললেও আদালত বলেন, ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন হলে আসামি কিংবা তাদের আত্মীয়-স্বজনের বক্তব্যও আমরা শুনব।
এদিন জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও হত্যা মামলায় পৃথক সাতটি অভিযোগের তদন্ত সম্পন্ন করতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
ট্রাইব্যুনালে যে ৪৫ জনের বিরুদ্ধে বিচার চলছে, তাদের মধ্যে রয়েছেন—
- সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, কামরুল ইসলাম
- প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী
- অর্থ উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান
- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম
- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু
- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ইত্যাদি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগপর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নির্বিচারে গুলি চালানো, হত্যার নির্দেশ এবং গণহত্যার অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচার চলছে। সেই সময় আইনশৃঙ্খলা রক্ষার নামে পরিচালিত অভিযানে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেওয়া ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এইসব ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার তদন্তে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার আশা করছেন তদন্ত কর্মকর্তারা।
শীর্ষনিউজ