Image description

সংবিধান সংস্কার নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘উচ্চকক্ষ’ (দ্বিতীয় সংসদ) গঠনের বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যেই একটি সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং অনেক বিষয়ে একমত হওয়া গেছে।

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা—এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি, জামায়াতে ইসলামি ও আরও দুটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি। এগুলোর সঙ্গে কমিশনের নিজস্ব প্রস্তাব মিলিয়ে সমন্বয় করা হবে।

আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়েও আজ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসতে পারে।

সংবিধান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এ বৈঠকগুলোতে অংশ নিচ্ছে দেশের প্রায় সব বড় রাজনৈতিক দল। বিশেষভাবে উচ্চকক্ষ, নির্বাচনকালীন সরকার, বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক সংস্থাগুলোর সংস্কার নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কমিশন।

শীর্ষনিউজ