Image description

জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।

বর্তমানে জামায়াত আমির ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরবর্তীতে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জামায়াতে আমিরের অসুস্থতার খবর শুনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রোগ্রাম শেষে বিএনপি মহাসচিব তাকে দেখতে যাবেন বলে জানান তিনি।