Image description
 

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ (২৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি আগের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, "সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে, ভিন্ন বেশে, বিস্তারিত কমেন্টে।"

এর আগে, ২৪ জানুয়ারি ২০২৫, সায়ের একটি পোস্টে দাবি করেছিলেন যে, ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় ২০২৪ সালের ৬ নভেম্বর র-এর দুই শীর্ষ কর্মকর্তা—আশোক কুমার সিনহা ও কনজক তাশি খামপা—ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই-এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা।

 

 

সায়েরের দাবি অনুযায়ী, ওই সফরে র-এর কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান।

নতুন প্রবেশ করা দলটি কারা এবং তাদের উদ্দেশ্য কী—এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কমেন্ট সেকশনে আলোচনা করার কথা উল্লেখ করেছেন সায়ের। তবে, তার দাবির সত্যতা নিয়ে কোনো সরকারি বা স্বতন্ত্র সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।