Image description
 

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না।  

তিনি লেখেন, আমি আপনাদের আবেগ-অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাই হোক- আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরারের পরিবারের সাথেও আমি কথা বলব। আশা করি সবাই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন।

শিশির মনিরকে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব লেখেন, প্রফেশনালিজমের দিক থেকে কিছু সলিড আর্গুমেন্ট থাকলেও রাজনৈতিক কর্তব্যবোধের দিক থেকে আবরারের হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করা শিশির ভাইয়ের উচিত নয়।  

তিনি আরও লেখেন, নৈতিকতার দিক থেকেও এইটাকে প্রশ্ন করা যায়, কারণ ছাত্রলীগ সামষ্টিকভাবে ক্যাম্পাসে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, তার সামষ্টিক দায়-দায়িত্ব অভিযুক্ত সবার ওপরই কমবেশি বর্তায়। এই বিবেচনায় শিশির ভাই পরে (আপিল বিভাগে) এই মামলায় অভিযুক্তদের আইনজীবী হিসেবে আর থাকবেন না বলে আশা করি। শিশির ভাই এইটা বিবেচনা করবেন বলে আমাকে জানিয়েছেন।

এ অবস্থায় আবরার হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী হিসেবে ভবিষ্যতে আইনি লড়াই না করার ঘোষণা দিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।