Image description
 

গ্রাহকদের টাকা আত্মসাত করে আত্মগোপনে থাকা এনজিও পরিচালককে আটক করেছে পুলশি। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরার মায়েরবাড়ী মন্দিরের পাশবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

তবে এনজিও পরিচালক স্ত্রী আটক হলেও পুলিশ দেখে পালিয়ে যায় এনজিওটির ম্যানেজার স্বামী। আটক আরিফা খাতুন প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর পরিচালক। একইসঙ্গে তিনি সাতক্ষীরার মাছখোলা সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। এনজিওটি’র কর্মী রীনা পারভীনের করা প্রতারণার মামলায় পরিচালক আরিফা খাতুন আটক হয়েছে।

 

মামলার বাদী রীনা পারভীন দেবহাটা উপজেলার খেজুরবাড়ীয়া পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কন্যা। তার করা মামলা নম্বর-৪০।

মামলার বাদী রীণা পারভীনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত প্রিমিয়ার ইসলামী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ রীনা পারভীন এনজিওটিতে ২০১২ সালে মাঠ পর্যায়ে কর্মী হিসেবে যোগদান করেন। এর পর ওই এনজিও পরিচালক আরিফা খাতুন ও তার স্বামী ম্যানেজার কামরুল ইসলাম তার মাধ্যমে এনজিওর ডিপিএস এর জন্য তার দুই বোন পুলিশ সদস্য রত্না খাতুন ও ঝর্ণা খাতুন এবং হেনা খাতুন, রেজওয়ানা খাতুন, ইউসুপ আলী, আমেনা খাতুন, রেশমা খাতুন, ইমরান ও রফিকুল ইসলাম গংদের নিকট থেকে মোট ৬৪ টি হিসাবের মাধ্যমে ৩৪ লক্ষ ৩৭ হাজার টাকা গ্রহন করেন।