খালেদা জিয়ার সাজায় রাজনৈতিক হাত নেই
06 March 2018, Tuesday
মাহবুবে আলম, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল)। উচ্চ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার আপিল, রাষ্ট্রপক্ষের প্রস্তুতি, ষোড়শ সংশোধনী, নিম্ন আদালতের আচরণবিধিসহ বিচার বিভাগের নানা বিষয় নিয়ে মুখোমুখি হন জাগো নিউজ’র। প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভূমিকা এবং পদত্যাগ প্রসঙ্গেও।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করবেন বলেও অভিব্যক্তি প্রকাশ করেন। সাক্ষাৎকার নিয়েছেন সায়েম সাবু। তিন পর্বের প্রথমটি থাকছে আজ।
ব্যক্তিবিশেষের নামে অর্থ জমা হয়েছে। সেখান থেকে দুই কোটির কিছু বেশি অর্থ উধাও হয়ে গেছে। এ ঘটনাপ্রবাহ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলাটি প্রমাণিত
জাগো নিউজ : দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রস্তুতি কেমন?
মাহবুবে আলম : আসামিপক্ষ কীভাবে আবেদন করছেন, তার ওপরই আমাদের প্রস্তুতি থাকবে। দুর্নীতি দমন কমিশনের প্রস্তুতি এবং আসামিপক্ষের আবেদন দেখেই আমরা অগ্রসর হবো।
জাগো নিউজ : উচ্চ আদালতের সিদ্ধান্তে কী প্রত্যাশা করছেন?
মাহবুবে আলম : এ মামলার রায় অত্যন্ত পরিষ্কার। এতিমদের জন্য প্রধানমন্ত্রীর নামে ফান্ড তৈরি করা হয়েছিল। সেই অর্থ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। নানা রকম এফডিআর হয়েছে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অর্থ চালান হয়েছে। এরপর ব্যক্তিবিশেষের নামে অর্থ জমা হয়েছে। সেখান থেকে দুই কোটির কিছু বেশি অর্থ উধাও হয়ে গেছে। এ ঘটনাপ্রবাহ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলাটি প্রমাণিত।
রাষ্ট্রক্ষমতায় গিয়ে যারাই আর্থিক কর্মকাণ্ডে পরিবারকে সম্পৃক্ত করেছেন, তারাই বিপদে পড়েছেন
জাগো নিউজ : শত শত কোটি টাকার দুর্নীতির মামলাও আছে। দুর্নীতি হচ্ছে এখনও। তাহলে কি ‘এতিমের টাকা আত্মসাৎ’- এমন দুর্বল পয়েন্ট আমলে নিয়ে সরকার মামলাটি নিয়ে রাজনীতিকরণ করতে চাইলো? এ অভিযোগ বিরোধীপক্ষের।
মাহবুবে আলম : আমি তা মনে করি না। খালেদা জিয়ার সাজায় রাজনৈতিক হাত নেই। এমন দুর্নীতি নিয়ে পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধানকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। সাজা ভোগ করতে হয়েছে। রাষ্ট্রক্ষমতায় গিয়ে যারাই আর্থিক কর্মকাণ্ডে পরিবারকে সম্পৃক্ত করেছেন, তারাই বিপদে পড়েছেন।
জাগো নিউজ : বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমিয়েছেন নিম্ন আদালত। উচ্চ আদালতে কী হতে পারে বলে মনে করেন?
মাহবুবে আলম : মামলার মেরিট এবং সার্বিক বিবেচনা আমলে নিয়ে রায় ঘোষণা হয়েছে। বয়স বিবেচনায় নিম্ন আদালতের অনুকম্পা পেয়েছেন তিনি। উচ্চ আদালতে ফের অনুকম্পা পাবেন বলে আমি মনে করি না।
বয়স বিবেচনায় নিম্ন আদালতের অনুকম্পা পেয়েছেন তিনি। উচ্চ আদালতে ফের অনুকম্পা পাবেন বলে আমি মনে করি না
জাগো নিউজ : খালেদা জিয়ার মামলাকে কেন্দ্র করে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তার জবাবে কী বলবেন?
মাহবুবে আলম : এটি অনুমানভিত্তিক কোনো মামলা নয়। মারপিট বা গোলাগুলির ঘটনা নয়। এখানে দেখা বা সাক্ষীর বিষয় আছে। এটি তো দালিলিক বিষয়। এতিমের টাকা কোথায় উধাও হলো, কেন হলো- সব তো প্রমাণে মিলেছে।
জাগো নিউজ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন