রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে ইউরোপ যদি যুদ্ধের পথে এগোয়, তবে রাশিয়া “প্রস্তুত” আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য সমঝোতা ব্যাহত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
মস্কোয় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে পুতিন এসব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে আপডেট পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। প্রয়োজনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে সাক্ষাতেরও ইচ্ছা প্রকাশ করেছেন জেলেনস্কি।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখল করেছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, তারা এখনো শহরের উত্তরের অংশ নিয়ন্ত্রণে রেখেছে এবং লড়াই অব্যাহত রয়েছে।