Image description
 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন। মাদুরো স্পষ্ট করে বলেছেন, তাঁর দেশ কোনো উপনিবেশবাদী শর্তে বা 'দাসত্বের শান্তি' মানবে না।

 

সোমবার (১ ডিসেম্বর) দেশটির রাজধানী কারাকাসে এক বিশাল জনসমাবেশে মাদুরো বলেন, "আমরা শান্তি চাই, কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব, সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে।"

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আমেরিকান সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরে ফোনালাপের কথা স্বীকার করেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

 

মায়ামি হেরাল্ডের সূত্র অনুযায়ী, ট্রাম্প মাদুরোকে একটি 'স্পষ্ট বার্তা' দিয়েছিলেন:

 

"আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত—আপনাকে এখনই দেশ ছাড়তে হবে।"

ট্রাম্প নাকি মাদুরোকে প্রস্তাব দেন, অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো, তাঁর স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে মাদুরো তাঁর ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায়বিচার চেয়ে ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়িয়েছেন।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে এবং কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে। এর মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেন।

ওয়াশিংটন দাবি করছে, এসব পদক্ষেপ অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে। তবে কারাকাস দাবি করছে, এটি প্রকৃতপক্ষে একটি 'শাসন পরিবর্তনের প্রচেষ্টা'।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও (রাষ্ট্রদূত) এবং পিট হেগসেথ (প্রতিরক্ষা সচিব) সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।