ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
দুই পর্বে ২৪৩টি আসনে ভোটের পর শুক্রবার সকালে এই গণনা শুরু হয়। প্রাথমিক গণনায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিরোধী জোট ‘মহাগাটবন্ধনের’ তুলনায় সামান্য এগিয়ে আছে।
শুক্রবার প্রথম এক ঘণ্টার ভোট গণনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ’র ক্ষমতাসীন জোটের প্রার্থীরা ৭৮টি আসনে এগিয়ে আছে বলে জানিয়েছে আনন্দবাজার।
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন বিরোধীরা এগিয়ে ৫৬টি আসনে। প্রশান্ত কিশোরের জান সুরাজ পার্টি এগিয়ে আছে তিন আসনে।
এর আগে বুথফেরত সব জরিপে বিহারে ফের নীতীশের এনডিএ জোটই ক্ষমতায় আসছে বলে আভাস দেওয়া হয়েছিল। তবে আরজেডি নেতা তেজস্বী যাদব জয়ের ব্যাপারে এখনও আশাবাদী।
“আমরা জিততে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পরিবর্তন আসছে,” সাংবাদিকদের বলেছেন তিনি।
সরকার গঠনের জন্য ২৪৩টি আসনের মধ্যে ১২২টি আসনে জয় লাগবে।
এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই পর্বে রাজ্যের সবগুলো আসনে ভোট হয়। এবার প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে।
দ্বিতীয় পর্বের ভোটের পর বুথফেরত সব জরিপেই জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতীশ কুমারই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এনডিটিভির জরিপ বলছে, এনডিএ রাজ্যটিতে সহজ জয় পেতে যাচ্ছে।
তাদের ঝুলিতে ১৩৩ থেকে ১৫৯টি আসন যাচ্ছে বলে অন্যান্য জরিপেও আভাস দেওয়া হয়েছে। বিরোধী ‘মহাগাটবন্ধন’ পেতে পারে ৯২-১০১টি আসন।
বিজেপি এবার আরজেডিকে হটিয়ে রাজ্যটিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলেও একাধিক জরিপে ধারণা দেওয়া হয়েছে।
ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে বলে শুরুতে মনে হওয়া প্রশান্ত কিশোরের জান সুরাজ পার্টির নির্বাচনী ডেব্যু ‘ফ্লপ’ হতে যাচ্ছে, বলছে তাদের হিসাব।
বিহারের পাশাপাশি শুক্রবার আরও কয়েকটি রাজ্য ও অঞ্চলের বিধানসভার উপনির্বাচনের ভোট গণনাও চলছে।