Image description
 

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক ভয়াবহ হত্যাকাণ্ডে স্তব্ধ স্থানীয়রা। সামাজিকমাধ্যমে জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসেকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সামরিক বাহিনীকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে একদল চরমপন্থি মেরিয়েমকে টোম্বোক্টো শহরের কাছে অপহরণ করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে। তার ভাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার মেরিয়েমকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে নির্মমভাবে হত্যা করা হয়।

উত্তরাঞ্চলীয় শহর টোম্বোক্টো থেকে উঠে আসা মেরিয়েম সিসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর স্বতন্ত্র কনটেন্ট ও প্রাণবন্ত ব্যক্তিত্ব তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

 

২০১২ সাল থেকে চরমপন্থিদের বিদ্রোহে বিপর্যস্ত মালির জনগণ এই হত্যাকাণ্ডকে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন। বিশেষ করে যেখানে সাধারণ মানুষ ও সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে, সেখানে চরমপন্থিদের আতঙ্ক আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

মেরিয়েম সিসের মর্মান্তিক মৃত্যু মালির সমাজে শান্তি ও নিরাপত্তার দাবি নতুন করে জোরালো করেছে। আন্তর্জাতিক মহলকেও দেশটিতে চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।