Image description

জেনেভাভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গাজায় ঘোষিত অস্ত্রবিরতির পরও প্রতিদিন গড়ে আটজন করে ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছেন। সংগঠনের দাবি, গত এক মাসে ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে ২৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৫ জন শিশু।

সোমবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অক্টোবরের ১০ তারিখে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংস্থার অভিযোগ, আকাশ ও স্থল থেকে বোমা বর্ষণ, গুলিবর্ষণ, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসের মাধ্যমে ইসরায়েল প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, বিশেষত খান ইউনিস ও গাজা সিটির পূর্বাঞ্চলে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলমান অবরোধে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করে রাখা হয়েছে। এতে আহত ও অসুস্থদের সঠিক চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউরো-মেড মনিটর একে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সংস্থার মতে, গত এক মাসে আহত হয়েছেন অন্তত ৬১৯ জন, গড়ে দিনে ২০ জনের বেশি।

ইউরো-মেড তাদের বিবৃতিতে বলেছে, এই তথ্য প্রমাণ করে যে, হত্যা ও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার নীতি বন্ধ হয়নি।

সূত্র: টিআরটি