Image description
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন-সুসম্পর্ক এবং শুল্ক হ্রাসের ঘোষণা ভারতের জন্য চাপ সৃষ্টি করছে। একদিকে শুল্ক সংক্রান্ত দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়েও ভারতের অবস্থান জটিল হয়ে পড়েছে। এই সব বিষয় মিলিয়ে নরেন্দ্র মোদির সরকারের জন্য কূটনৈতিক চাপ বেড়েছে।

বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বৈঠক মূলত আঞ্চলিক এবং বৈশ্বিক বাণিজ্য, শুল্কারোপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

তবে এই সফরটি দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথম সামনাসামনি বৈঠক হিসেবে গুরুত্ব পাচ্ছে। ট্রাম্প এই বৈঠকের মাধ্যমে চীনের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপের বিষয় এবং ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করেছেন।

 

ট্রাম্পের এশিয়া সফর শুরু হয় মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট (আসিয়ান) শীর্ষ সম্মেলন থেকে। এরপর তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করেন। দক্ষিণ কোরিয়ায় তাঁর সফরের মধ্য দিয়ে এ সপ্তাহের এশিয়া সফর শেষ হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, ট্রাম্পের চীন-সুসম্পর্ক ভারতের কূটনৈতিক অবস্থানকে জটিল করেছে এবং আগামী দিনে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।