
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়ার মতো স্বাধীন রাষ্ট্রগুলোর সফল সহযোগিতা বিশ্বে এক ধ্রুবশক্তির যুগের অবসান ঘটিয়েছে। তিনি বলেন, একপাক্ষিক শক্তির ওপর নির্ভর না করেও দেশগুলো উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম।
বুধবার সন্ধ্যায় তেহরানে রুশ জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরান ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক চুক্তির দ্রুত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে সহযোগিতা জোরদারে দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া বিশেষজ্ঞদের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কারিগরি টিমকে এ লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, কূটনৈতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রী সিভিলেভকে অনুরোধ করেন।
জবাবে মন্ত্রী সিভিলেভ পুতিনের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ইরান সফরকালে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের দৃঢ় সংকল্পের কারণে ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের কাঠামোর মধ্যে গঠনমূলক সহযোগিতা তৈরি হয়েছে।
তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বে পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে পারস্পরিক চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার প্রশংসা করেন।
সিভিলেভ আরও বলেন, রাশিয়া দ্রুত এসব চুক্তি বাস্তবায়নে প্রস্তুত এবং কোনো চাপ, প্রতিবন্ধকতা বা নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা থামাতে পারবে না।