
বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘নিউজউইক’ এক বিশ্লেষণে বলেছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে বিজয়ী কোনো প্রেসিডেন্টের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি সফল ডোনাল্ড ট্রাম্প। তিনি এফডিআর (ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট)-এর পর সফল ব্যক্তিত্ব।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহযোগিতায় বিশ্বখ্যাত ‘নিউজউইক’ কর্তৃক বিস্তারিত বিশ্লেষণ আর পর্যালোচনার মধ্য দিয়ে এ বিষয়টি নির্ণীত হয়েছে বলে গতকাল প্রকাশিত নিবন্ধে ‘নিউজউইক’ এ দাবি করেছে। বিষয়টি নির্ণীত হয়েছে কংগ্রেসের উভয়কক্ষের ওপর প্রভাব খাটিয়ে বহুল আলোচিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’টি পাশের কারণে। দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে এমন সাফল্য আগে কেবলমাত্র প্রেসিডেন্ট এফডিআর দেখিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের উভয় পার্টির সমর্থনে তার নির্বাচনি অঙ্গীকারের পরিপূরক কর্মকৌশল গ্রহণের জন্য এ বিল পাসে সক্ষম হয়েছেন এবং তা আইনে পরিণতও করেছেন গত স্বাধীনতা দিবসের আমেজে।
ট্রাম্পের অঙ্গীকারের অন্যতম ছিল অবৈধ অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার, সেটি অক্ষরে অক্ষরে প্রতিপালনে বড় সমস্যা হয়ে দেখা দেয় অর্থ ও কর্মী সংকট। সেটি নিষ্পত্তির জন্য এ বিধি অপরিসীম ভূমিকা রাখবে। একই সঙ্গে ট্রাম্পকে সমর্থনকারী ব্যবসায়ী-শিল্পপতিসহ বিভিন্ন গ্রুপের লোকজনের ট্যাক্স হ্রাসের ব্যাপারটিও রয়েছে এ বিধিতে। এ বিধি কার্যকর করার ফলে সামনের দশকে যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণে যোগ হবে আরও ৩.৩ ট্রিলিয়ন ডলার- এমন আশঙ্কা কংগ্রেসনাল বাজেট অফিস করা সত্ত্বেও সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ট্রাম্পের ‘আমেরিকা স্বার্থ সুরক্ষা’কে মূল্যায়ন করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
ট্রাম্পের রিপাবলিকান পার্টির মতো এই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৃষ্টিতেও যুক্তরাষ্ট্রের মূল সমস্যা হচ্ছে অবৈধ অভিবাসী। সেটি দূর করতে পারলেই আমেরিকার সার্বিক কল্যাণের পথ সহজ হবে বলেও মন্তব্য করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।