
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে এবং তিনি তিন দিনের বিশ্রামে থাকবেন। তার দপ্তর রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী রাতে অসুস্থ হয়ে পড়েন। নষ্ট খাবার খাওয়ার ফলে বিষক্রিয়ার শিকার হয়েছেন তিনি।
তবে নেতানিয়াহুর স্বাস্থ্যের অবস্থা ‘ভালো’ হিসেবে বর্ণনা করে দপ্তরটি জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।’
এ ছাড়া চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু রবিবারের পার্লামেন্ট অধিবেশনে অংশ নিচ্ছেন না এবং সোমবার তেল আবিব জেলা আদালতে তার বিচার কার্যক্রমে তিনি হাজির থাকবেন না।
দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিচার শুরু হয়েছে ২০২০ সালের ২৪ মে এবং তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যিনি একজন ফৌজদারি অভিযুক্ত হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।
এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়। একই বছর ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেট অপসারণ করা হয়।
অন্যদিকে তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও অভিযুক্ত।
সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স