
ব্রিকস সদস্য রাষ্ট্রগ্রুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই গ্রুপ খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ব্রিকসের দেশগুলোর নাম না নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি যখন এই ছয় দেশের জোটের ব্যাপরে জানবো, তাদের অত্যন্ত জোরে আঘাত করবো। যদি তারা সত্যিই সংগঠিত হয়, তবে খুব দ্রুত বিলুপ্ত হয়ে যাবে।’
ট্রাম্প বলেন, ‘কেউই আমাদের সঙ্গে খেলতে আসতে পারবে না।’
ব্রিকসের সদস্য সংখ্যা বেড়ে এখন ১০। ইন্দোনেশিয়া জানুয়ারিতে যোগ দিয়েছে। সৌদি আরবকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ জোটের নয়টি অংশীদার দেশও রয়েছে, এবং আরও কয়েক ডজন দেশ যোগ দিতে চাইছে। জি-সেভেনের বিকল্প হিসেবে পরিচিতি পাওয়া এ জোট এখন বিশ্ব অর্থনীতির চারভাগের একভাগ এবং বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।
ট্রাম্পের এমন চিন্তিত হওয়ার কারণ, ব্রিকস খুব স্পষ্টতই পশ্চিমা-বিরোধী। এ জোটের মূলমন্ত্রে আছে বৈশ্বিক ব্যবস্থা পরিবর্তন করা। পশ্চিমা নিষেধাজ্ঞা ও শুল্কের কারণে রাশিয়া এবং চীন ডিডলারাইজেশনের নেতৃত্ব দিচ্ছে। তারা রুবল আর ইউয়ানে জ্বালানি চুক্তি করছে।