Image description

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন কৌশলগতভাবে সংযত কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। বেইজিং একদিকে জাতিসংঘে ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি বিমান হামলার নিন্দা করেছে। অন্যদিকে সরাসরি ইরানকে সামরিক সহায়তা বা প্রকাশ্য সমর্থন দিতে বিরত থেকেছে। খবর শাফাক নিউজেরর।

 

 

চীনের এ অবস্থান মূলত শান্তিপূর্ণ সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বানে সীমাবদ্ধ।

 

 

 

বিশ্লেষকরা বলছেন, চীন এই অঞ্চলে নিজের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে জ্বালানি আমদানি—রক্ষা করতে চায়, কিন্তু কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না।

 

 

 

যদিও চীন ইরানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মাধ্যমে তেহরানের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে, তবে বেইজিং এখনো সামরিক জোট গড়ার পথে হাঁটেনি।