Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতেই ফোন করেন ট্রাম্প।  

হামলাটি ‘ভুলবশত’ হয়েছে বলে ট্রাম্পকে জানিয়েছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৮ জুলাই) ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

 

 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

খবরে বলা হয়, হোয়াইট হাউজের এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন,  ‘প্রেসিডেন্ট আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে গাজার ওই গির্জায় আক্রমণের বিষয়ে কথা বলেন। আমি যতদূর জানি, প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিতে সম্মত হয়েছেন। ক্যাথলিক গির্জায় আঘাত হানাটা ‘ভুলবশত’ হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্টকে এমনটাই জানিয়েছেন।

 

 

বৃহস্পতিবার গাজা শহরের হলি ফ্যামিলি গির্জায় চালানো এই হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।  হামলায় গির্জার যাজকও আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ল্যাটিন প্যাট্রিয়ার্কেট জেরুজালেম।  

বিডি প্রতিদিন