Image description

সহস্রাধিক বন্দির মুক্তি দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটিতে এসব বন্দি মুক্তি পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাদ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জুড়ে এক হাজার ২৯৫ বন্দিকে মুক্তিরে আদেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, শেখ মোহাম্মদ বন্দিদের যে কোনো আর্থিক বাধ্যবাধকতা মওকুফ করবেন।

 

ওয়ামের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগটি বন্দিদের একটি নতুন জীবন শুরুর, তাদের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব করার এবং তাদের পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্থিতিশীলতা গড়ে তোলার জন্য ইউএই প্রেসিডেন্টের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এর ফলে তাদের স্বজনদের মধ্যে আনন্দের নতুন ধারা বয়ে যাবে।

 
 

বৃহস্পতিবার দুপুরে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ পবিত্র রমজান মাসের আগে দুবাইয়ের সংশোধনমূলক ও শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতীয়তার এক হাজার ৫১৮ বন্দিকে মুক্তি দিয়েছেন। ফুজাইরাহর শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি ভালো আচরণ প্রদর্শনকারী ১১১ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ৭০৭ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমিও ২০৭ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর রাস আল খাইমাহর শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ৫০৬ বন্দি মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আমিরাত শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা কমিটি বলেছে, নতুন চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান শুরু হবে বলে ঘোষণা দেওয়া হবে। নতুন চাঁদ দেখা না গেলে রমজান শুরু হবে রোববার থেকে।

এর আগে গত বছর, পবিত্র রমজান মাসের প্রাক্কালে আমিরাত সংশোধনমূলক ও শাস্তিমূলক কেন্দ্র থেকে দুহাজার ৬০০-এরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছিল।