সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য সরকারি গোয়েন্দারা অত্যন্ত গোপন যে যোগাযোগযন্ত্র ব্যবহার করেন সেখানেই চলেছে অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ। ‘বিশ্বাসের এই গুরুতর লঙ্ঘনের’ কারণে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসনযন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তাদের এই কাণ্ড পেশাদারত্বের মান এবং মৌলিক নীতির বিপক্ষে গেছে।
তুলসী আরও বলেন, ‘আমি আজ তাদের সবাইকে চাকরিচ্যুত করার একটি নির্দেশ পাঠিয়েছি। তাদের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করা হবে।’