শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৭ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন-১ এ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
উপাচার্য সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার মিটিং এবং আরেকজনের অসুস্থতার কারণে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছিল।
এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় একটি উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান উপাচার্য।
দুটি পক্ষের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘দুটো পক্ষের কথা ভেবে নির্বাচনের এই তারিখ ঘোষণা করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেস, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ড. মো. রিজাউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও তা ঘোষণা করতে পারেনি প্রশাসন।