Image description

শিক্ষকতাকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নর্দান ইউনিভার্সিটিতে যোগদানের বিষয়টি প্রকাশ করেন তিনি। নতুন কমিটিতে সভাপতি হওয়ার পর শনিবার (২ অক্টোবর) সাংগঠনিক সম্পাদক মহির আলম (দক্ষিণাঞ্চল) এক পোস্টে তাহমিদের শিক্ষকতা ছাড়ার বিষয়টি জানান।

পোস্টে মহির অভিযোগ করে লিখেছেন, ‘কাল থেকে সহযোদ্ধা তাহমীদকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে। শিক্ষকতা সাথে ছাত্ররাজনীতির ফ্রেমিং করছে। কমিটি নিয়ে কথা বলার সময়ই তাকে বলা হয়েছিলো কমিটিতে এলে শিক্ষকতা ছাড়তে হবে। তাহমীদ সেটা সম্মানের সাথেই মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, ‘একজন মানুষ তার একাডেমিক জীবনে সফল, যোগ্যতার জোরে শিক্ষক হয়েছে এটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করা নিচু মানসিকতার পরিচয় দেয়। তাহমীদের প্রতি শুভকামনা। ঢাবিতে ছাত্ররাজনীতির নতুন রিব্র্যান্ডিং, নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা হোক এই আশা করি।’

তাহমিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। পড়াশোনা শেষে বেসরকারি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বাগছাসের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি বাগছাসের অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি ভোট পেয়েছেন।