জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছে জবি ছাত্রদল।
রবিবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপাচার্য কনফারেন্স রুমে জকসু নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন দাবি করেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
তিনি বলেন, আসন্ন জকসু নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে অবশ্যই ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। এছাড়া কত ব্যালট ছাপানো হলো, কত ভোট গণনা হলো, কত ব্যালট নষ্ট হলো— এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে। কারণ আমরা ডাকসুতে ব্যালট কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে জানি।
শামসুল আরেফিন বলেন, নির্বাচনে যদি কোনো ধরনের ম্যানিপুলেশনের ঘটনা ঘটে তাহলে আমরা এক চুল ছাড় দেব না। সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, যেভাবে সাংবাদিকরা ছোট ঘটনা আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে, সেখানে প্রথম আলোর মতো সংবাদ মাধ্যমও এটা করেছে। যদি এ ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সাংবাদিক দ্বারা ঘটে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে বের করে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্ররাজনৈতিক নেতৃত্ব ও সাংবাদিক নেতৃবৃন্দ।