Image description

নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর মতামত ও শিক্ষার্থীর জন্য সুবিধানুযায়ী দিন বিবেচনা করে নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রবিবার (২০ জুলাই) ডাকসু নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে একটি নির্দিষ্ট সপ্তাহের কথা উল্লেখ করা হয়েছে। এখানে আমাদের কয়েকটি বিবেচনার বিষয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার এখানে একটি গুরুত্বপূর্ণ অংশীজন। তাই নিরাপত্তার ব্যাপারে তাদের একটা মতামত বিবেচনা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক সহজতর দিন বা ছুটির দিন যেমন মঙ্গলবারে আমাদের আশেপাশের এলাকা বন্ধ থাকে। তাছাড়া সেই দিন কোনো জাতীয় বড় দিবস আছে কিনা সেগুলো দেখার বিষয় রয়েছে। সেই কারণে এই দিনগুলোর বিষয় বিবেচনা করে নির্বাচন কমিশন একটা তারিখ ঘোষণা করবে।

তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে আমার কোন এজেন্ডা নেই। আমরা নির্দিষ্ট কাউকে পৃষ্ঠপোষকতা করবো না। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করতে। আপনারা আজকে এখানে ইতিবাচক মতামত প্রদর্শন করেছেন। আমি এখানে আপনাদের মতো অংশীজন হিসেবে উপস্থিত হয়েছি।

তিনি আরও বলেন, এখানে যারা আছি আমরা প্রত্যেকেই ডাকসু চাই। সকলের একটি নির্দিষ্ট লক্ষ্য ডাকসু। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে একেকজন একেক মতামত দিয়েছেন। আমি সবার মতামতকে সম্মান করি। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের স্বার্থে আমরা আবাসন সংকট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাবো। এটার সাথে আমাদের নিরাপত্তার বিষয়, অধিকার রক্ষায় বিষয়ের কোন বিরোধ নেই। সবগুলো পাশাপাশি থাকবে।