আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসুর) নির্বাচনের পূর্বনির্ধারিত তফসিলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্প আতঙ্কে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে জকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তারিখ স্থগিত করা হয়েছে। আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন ধার্য ছিল। পরবর্তীতে এই তারিখ জানানো হবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। সভার সিদ্ধান্তের উপর নির্ভর করে জকসুর পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি জানান, এর আগে জকসু নির্বাচনে উদ্দেশ্যে মনোনয়ন সংগ্রহ করা ১৭ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। নানাবিধ ত্রুটির কারণে এটি বাদ পড়ে। এর মধ্যে ১৫ জন প্রার্থী আপিল করে। আপিল নিষ্পত্তি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসুর সভাপতি অধ্যাপক ড.রেজাউল করিম ৬ জন আপিল কারীর প্রার্থীতা চূড়ান্ত করে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচন কবে হবে, ডোপ টেস্ট কবে হবে, স্থগিত কর্মসূচি কবে হবে তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের খোলার উপর।
এর আগে গত নভেম্বর মাসের ৫ তারিখ জকসুর তফসিল ঘোষণা করে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে, এছাড়া তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর, মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩,১৬ ও ১৭ নভেম্বর। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় সীমা স্থগিত করেছে।