Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের রাজনীতি ৩৬ জুলাই শেষ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দালালদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করতে হবে।’

বুধবার (১২ নভেম্বর) রাত ৮ টায় ডাকসুর সামনে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গণ জমায়েত হয় এবং সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়‌। সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের রাজনীতি ৩৬ জুলাই শেষ হয়ে গেছে। এই আওয়ামী লীগের দালালদের যেখানেই পাওয়া যাবে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আজকে দেড় বছর পর‌ও হাসিনার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এই দায়িত্ব অন্তবর্তীকালীন সরকারের ছিল।খুনি হাসিনার ফাঁসিএই বাংলাদেশে হবে। তার দোসরদের বিচার এই দেশেই হবে। 

ডাকসু ভিপি বলেন, যারা খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন সেটা যেই রাজনৈতিক দল‌ই হোক, ছাত্র সংগঠন হোক, ইন্টেরিমের মধ্যে যারা ফ্যাসিবাদীর দোসর হিসেবে কাজ করছেন তাদের সাবধান করে দিতে চাই ,সাবধান হয়ে যায়।

সাদিক কায়েম বলেন, খুনি হাসিনার বিচারের দাবিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অনৈক্য। আপনারা এই অনৈক্য দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলুন। 

তিনি আরো বলেন, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান নিবো । আমরা দেখতে চাই আওয়ামী লীগের দোসররা কোথায়? তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই দমন করা হবে। এক‌ই সাথে আগামীকাল যেখানেই আওয়ামী দোসরদের দেখতে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন ।