জাসদের কোনো ভবিষ্যৎ নেই
31 October 2014, Friday
বর্তমান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এক সময়ের এই জাসদ নেতা বলেন, '১৯৭২ সালের জাসদ আর আজকের জাসদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সদ্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠালাভের পর কোন পথে চলবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে কি না- এমনই একটি প্রেক্ষাপটে জাসদের জন্ম হয়। ওই সময় জাসদ গঠন করতে এক ধরনের অ্যাডভ্যাঞ্চার পরিস্থিতি তৈরি হয়েছিল। সব শ্রেণি-পেশা বিশেষ করে তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। কিন্তু আজ জাসদ সেই আদর্শ ও নীতি-নৈতিকতার জায়গায় নেই। লক্ষ্যচ্যুত ও খণ্ড-বিখণ্ড হয়ে ভগ্নাংশে পরিণত হয়েছে। এখন সেই জাসদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে।' বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে গতকাল সন্ধ্যায় একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের সমাজতন্ত্রপন্থি নেতাদের নেতৃত্বে বাংলাদেশের প্রথম বিরোধী দল হিসেবে এই দিনে আত্দপ্রকাশ করে জাসদ। প্রতিষ্ঠার পর দলটি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নতুন ধারণা দিয়ে সারা দেশে বিপুল আলোড়ন সৃষ্টি করেছিল। সদ্যস্বাধীন দেশের সরকারকে কাঁপিয়ে দেওয়া সেই জাসদ এখন অস্তিত্বহীন। ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশে পরিণত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে জাসদ নামের রাজনৈতিক দল নাও থাকতে পারে।' মাহমুদুর রহমান মান্না বলেন, 'পরিবর্তনের স্লোগানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে লালন করে জাসদের জন্ম হয়েছিল। এখন আর সেই অবস্থানে নেই জাসদ। অন্তত ছয় থেকে সাতবার ভাঙনের মুখে পড়ে তরুণদের মধ্যে সাড়া জাগানো এ দলটি। একাংশ (ইনুর জাসদ) সরকারের সঙ্গে যুক্ত হয়ে মন্ত্রিত্ব রাখার জন্য পরিবর্তনের রাজনীতি থেকে সরে গেছে। নীতি-নৈতিকতার জায়গায় নেই ইনুর জাসদ।
আরেক অংশ সরকারের বিরোধিতা করলেও দৃষ্টিভঙ্গিগত তেমন কোনো পার্থক্য নেই। এরাও (আ স ম আবদুর রব) ১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদের সঙ্গে অাঁতাত করে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের আসনে বসে। সুতরাং তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।' তিনি বলেন, আগের মহিমায় জাসদের ঘুরে দাঁড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ভগ্নাংশে বিভক্ত জাসদের নেতারা যদি সবাই এক প্লাটফর্মে এসে বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতি থেকে বেরিয়ে সত্যিকারার্থে বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে কাজ করতে পারেন, তাহলে হয়তো তাদের হারানো অস্তিত্ব কিছুটা হলেও ফিরে পাওয়া সম্ভব। অন্যথায় আর কোনোভাবেই জাসদ উঠে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না।' ডাকসুর সাবেক এই ভিপি বলেন, 'জাসদ গণবাহিনী গঠন করে, জিয়া ও এরশাদের সামরিক সরকারের সঙ্গে অাঁতাত করে বিতর্কিত হয়েছিল। এখন আবার ভোটারবিহীন প্রশ্নবিদ্ধ নির্বাচনে আসা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাসদের একাংশ প্রশ্নের মুখে পড়েছে। তাই জাসদের নীতিবোধ বলতে আজ আর কিছু নেই।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন