|
আবীর
|
|
৩
01 August 2015, Saturday
অমিত বৃষ্টির মাঝে রাস্তায় নেমে এলো। বৃষ্টির বেগ বেশী নয়। খুব বেশী ভিজছে না সে। হাফপ্যান্ট আর পাতলা গেঞ্জি পড়া। রাস্তা তো ল্যাম্পপোস্টের সাদা আলো দিয়ে আবছা আলোকিত। এ এক অন্যরকম পরিবেশ।
অমিত রাস্তায় বৃষ্টির মাঝেই হাঁটতে লাগল। পায়ে পাতলা একটা স্যান্ডেল। বৃষ্টিতে ভিজতে লাগল।
অমিত কি কিছু খুঁজছে রাস্তায়? এত বৃষ্টির রাতে বাইরে বেরুবার কি এমন দরকার। বয়স কত তার, মাত্র আঠারোর কাছাকাছি।
অমিত কি অনেক ভাবুক ধরনের? বৃষ্টির রাতটিতে কেন সে রাস্তাগুলোতে এভাবে ঘুরে বেরাচ্ছে?
মাত্র কলেজে উঠেছে সে। পড়বার চাপ ভালই থাকবার কথা।
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
Tak skal I ha' Jeg synes ogsÃ¥ mine DIY;30#9&s gÃ¥r godt for tiden! Og mht. at klippe ærmerne af har jeg faktisk allerede en Levis denim vest! Den kan jo ogsÃ¥ fÃ¥ sorte paneler hvis den vil… men det tror jeg ikke lige den vil
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন