|
নীল সাধু
|
|
এ জগত আসলে মায়ারই খেলা!
31 July 2015, Friday
কিছুদিন আগে সবুজে ছাওয়া চমৎকার একটি জায়গায় গিয়েছিলাম।
ঢাকার কাছেই, গালিমপুর ইউনিয়ন। নবাবগঞ্জ। উদ্দেশ্য ছিল বাৎসরিক একটি আয়োজনে যোগ দেয়া।
সেদিন বিকেলে সব কাজ শেষে ঢাকায় ফেরার জন্য আমাদের জন্য রাখা নির্ধারিত লঞ্চে উঠলাম। লঞ্চ ছাড়তে দেরি করায় আশেপাশে চোখ বোলাচ্ছিলাম।
কেমন শান্ত, স্নিগ্ধ একটি পরিবেশ। চারপাশে মৌন সবুজ গাছপালার সমাহার।
অনিন্দ্য সবুজের মাঝে খুব বেমানান ভাবে ঘাটে ভেড়ানো রয়েছে আমাদের ৩টি লঞ্চ। আশেপাশে প্রচুর বাচ্চারা ঘুরছে। তাদের মুল উদ্দেশ্য ছিল লঞ্চে হুটোপুটি। তারা দলবেঁধে একবার লঞ্চে উঠছে, আবার নামছে। অতি আনন্দ নিয়ে তারা খেলছিল। আমি বাচ্চাদের দেখছিলাম। ছবি তুলছিলাম। অসাধারণ কিছুটা সময়, স্বপ্নের মতন একটি বিকেল!
আমাদের লঞ্চ যখন যখন সেই ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিলো তখনই পরিবেশ কেমন বিষণ্ণ হয়ে গেলো।
বাচ্চারা পাড়ে লাইন ধরে দাঁড়িয়ে লঞ্চের ফিরে আসা দেখছিল। কেউবা হাত নাড়ছিল।
আমিও তাদের উদ্দেশ্য করে হাত নাড়লাম। বিদায় জানালাম।
তারা খুব খুশী।
এই, মাত্র অল্প কিছুক্ষণের একসাথে কাটিয়েই যেন আমাদের মাঝে তৈরি হয়েছিল অচেনা কোণ এক বন্ধনের। সেই বন্ধনের জন্যেই হয়তো আমাদের লঞ্চটি ঘাট থেকে যতটা দূরে আসছিল চিনচিন করে বেদনার খুব সূক্ষ্ম একটি হুল যেন নিজের মধ্যে টের পাচ্ছিলাম।
খুব মায়া হচ্ছিল সেখানের সবুজের জন্যে।
মায়া হচ্ছিল যে বাচ্চাগুলো খেলছিল তাদের জন্যে। কিছুক্ষণ আগেও যে বাচ্চাগুলো হাসছিল সেই তাদের জন্য মন কেমন করে উঠছিল।
যে মেয়েটি শিশু কোলে নিয়ে
কিছুক্ষণ আগেও চোখে মুখে দুষ্ট ভাব নিয়ে আমাদের দেখছিল
সেও যখন খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে ঘাটে
তখন মনে হয় এই জগত আসলে মায়ার খেলা যা তৈরি হয় খুব দ্রুত!
তাদের মধ্যে চেনা জানা হয় একেবারেই অন্তর্নিহিত কোন এক অনুভব থেকে। মায়া এমনই একটি অদ্ভুত অনুভব যা মানুষকে আচ্ছন্ন করে রাখতে পারে!
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
I love reading these articles because they're short but iniromatfve.
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন