|
স্বপ্নহীন
|
|
জীবনের উপাখ্যান
27 May 2015, Wednesday
আরিয়ান আকাশের দিকে তাকিয়ে আছে। চন্দ্রহীন আকাশে কয়েকটা তাঁরা দেখা যাচ্ছে। সে চ্যাট লিস্ট বের করে আবার বন্ধ করে রাখে। কাকে যেন খোঁজে কিন্তু তাকে না পেয়ে বসে থাকে।
সারাদিন তার কথা মনে করে। তার ছবিগুলো বের করে তাকিয়ে থাকে। কি অপূর্ব মুখখানা। যেন সরলতার প্রতিচ্ছবি! দেখলেই মনটা ভাল হয়ে যায়।
সে এতদিনে বুঝতে পেরেছে মেয়েটাকে সে ভালবাসে। আজও রুপন্তী অনলাইনে আসেনি! সে অপেক্ষা করে কখন ও অনলাইনে আসবে! অনলাইনে আসলেও তেমন একটা কথাবার্তা হয়না! আরিয়ান মেসেজ দিয়ে বসে থাকে উত্তরের অপেক্ষায়!!
রাত গভীর থেকে গভীরতর হয়, চোখ নিদ্রায় ডুবে যায়......ভোরের আকাশে সূর্য ওঠে। রক্তিম আভায় ঘুম ভেঙে যায়। শুরু হয় নতুন করে অপেক্ষা! হয়তো সেও কোন একদিন ভালবাসবে এই প্রত্যাশায় চলে যায় দিন, আসে রাত!
কোচিং শেষ করে বাসার উদ্দেশ্যে হাঁটতেছিল আরিয়ান। হঠাৎ রাস্তার পাশে একটা জটলা দেখে পা দুটো থমকে দাঁড়াল। দূর থেকেই কিছু মানুষের হাক ডাক শোনা গেল। কাছে যেতেই দেখল একটা মানুষকে কয়েকজন মিলে শাষাচ্ছে। সাথে কয়েকটা চড় থাপ্পড় তো আছেই। খোঁজ নিয়ে আরিয়ান জানতে পারল যে, ওই লোকটা একটা রিক্সাওয়ালা। তার অপরাধ হল, ভুলক্রমে তার রিক্সা কোন একটা লোকের পায়ে একটু আঘাত করেছে। আরিয়ান ওই লোকটাকে পর্যবেক্ষণ করে দেখল তার তেমন কোন আঘাতই লাগেনি। অথচ সেই সামান্য অপরাধেই রিক্সাওয়ালাকে কতগুলো চড় থাপ্পড় সহ্য করতে হয়েছে! কারণ যে লোকটাকে আঘাত করা হয়েছে সেই লোকটা এলাকার একটু হর্তা কর্তা টাইপ পাবলিক!
অবশেষে রিক্সাওয়ালা লোকটাকে পা ধরিয়ে মাফ পর্যন্ত চাওয়ানো হল। তারপর লোকটা চলে যাচ্ছিল। আরিয়ানও বাসার দিকে হাঁটা শুরু করে।
সবচেয়ে অবাক করা বিষয়, কিছু পথ এগোতেই আবার তাকে আটকানো হল। এবং আবার কয়েকজন মিলে লোকটাকে ধমকানো শুরু করে।
বাহ! ভালো তো, যে লোকটাকে সামান্য অপরাধে চড় থাপ্পড় মারার পরও পা ধরে মাফ চাওয়ানো হয়েছে আবার তার বিচার!
আরিয়ান ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় হাঁটছে আর ভাবতে চেষ্টা করছে, রিক্সার আঘাতে যদি ওই পথচারী লোকটার বড় কোন ক্ষতি হত তাহলে?? ভাবতেই গা শিউরে ওঠে!
আবার, ওই জায়গায় যদি রিক্সা না থেকে একটা চার চাকার গাড়ি থাকতো আর তার ভিতর যদি কোন ভি আই পি পাবলিক থাকতো তাহলে কি কোনদিনই এই পরিস্থিতি হত??
চলবে......................
উৎসঃ আমার ব্লগ
পাঠক মন্তব্য
Great insihgt! That's the answer we've been looking for.
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন