|
সন্দীপ মজুমদার
|
|
পরমাণু গল্প :-- সাইকো এবং মায়াবতীর মিষ্টি প্রেমের গল্প
18 May 2015, Monday
এক্সকিউজ মি.. এক্সকিউজ মি মিস্টার..
বেইলি রোড দিয়ে টিউশনি থেকে বাসায় ফেরার পথে কী যেন ভবে এই ক্যাফে টুতে ঢুকে পড়লাম !! লাচ্চির অর্ডার দিয়ে বসে আছি !! এমন সময় এক সুনিপন নারী কন্ঠের আওয়াজ !! চোখ অন করলাম। অপরূপা সুন্দরী একজন মেয়ে সামনে দাঁড়িয়ে আছে।
- জী আমাকে বলছেন?
- আর কেউ বসে আছে এই টেবিলে?
- উহু..আমি একলাই আছি... বলেন কি বলবেন?
- আমরা ফ্রেন্ডরা অলওয়েজ এই টেবিলে বসি। আপনি তো একলাই আছেন। একটু যদি অন্য টেবিলে
যেতেন।
- আজিব তো !! একটু কিভাবে যাবো?? গেলে আমার পুরোটাই যেতে হবে। হাত- পা এখানে রেখে বাকিটা নিয়ে চলে যাবো নাকি??
- কি আশ্চর্য! আমি কি হাত-পা রেখে যেতে বলেছি আপনাকে?
- ইন্ডিরেক্টলি সেটাই বলেছেন।
- সাইকো নাকি??
- ছোটবেলায় আম গাছ থেকে পড়ে মাথার ফ্রন্টাল আর লেফ্ট টেম্পোরাল বোনে চোট পেয়েছিলাম। তখন থেকেই কিছুটা সাইকো হয়ে গেছি!
- আচ্ছা, আপনি কি জানেন? আমি আপনার উন্মাদ হবার প্রাগৈতিহাসিক কাহিনী শুনতে চাইনি। আপনাকে অন্য টেবিলে যেতে বলেছি।
- ওয়েটার।
- কি??
- বললাম, ওয়েটার !
- ইনি কী আপনাকে আম গাছ থেকে ধাক্কা মেরে যে ফেলে দিয়েছিলো?? এখন আপনার পাগলামীর ট্রিটমেন্ট করবে ??
- উহু, উনি আমাকে এই টেবিল দেখিয়ে বসতে বলেছেন !! তাই বসে আছি । তাছাড়া একটা মেয়ের এখানে আসার কথা আছে ।
- আপনার গার্লফ্রেন্ডের সাথে মিট করবেন ভালো কথা। কিন্তু এই টেবিলেই বসে করতে হবে কেনো??
- না, আমার গার্লফ্রেন্ড নাই। আমি আপনার মতোই সিঙ্গেল এখনো। ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে ফাজিল মেয়েটা, ফ্রেন্ডের রিকুয়েস্টে এখানে বসে আছি !!
- আপনি কি জানেন, আপনার একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার...এই মুহুর্তেই!! আর কে বললো আমি সিঙ্গেল??
- এই চেহারার মেয়ের সাথে কে এফেয়্যার করতে আসবে! বলেন?? তাই বললাম আপনি সিঙ্গেল।
- আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন!!
- এর মানে বুঝলেন?
- এর মানে কি?
- আপনি কিন্তু সুস্থ। আমার মতো সাইকো হলে ইনসাল্টটা ধরতে পারতেন না।
- অফ যাবেন আপনি???
- অফ ইতো ছিলাম। আপনি অন করেছেন।
- মাফ চাই!!! কাইন্ডলি অন্য টেবিলে যাবেন আপনি?
- উহু! বললাম না, ওয়েটার আমাকে এখানেই বসতে বলেছে মিস অতসী।
- হোয়াট দ্যা হেল আপনি আমাকে অতসী বলে ডাকছেন কেন??? আমার নাম অদ্রি।
- উহু.. হেল হবে কেনো?? আপনাকে অতসী নামে না ডাকলে আপনি আমাকে আপনার আসল নামটা বলতেন না। যাই হোক, অদ্রি নামটা সুন্দর। গল্প কবিতায় দেখা যায়..
- আপনাকে নিছক বোকাসোকা মনে হলেও আপনি খুবই ধূর্ত! এখন প্লিজ অন্য টেবিলে গিয়ে বসেন..
- আচ্ছা যাচ্ছি। একটা হেল্প করবেন?
- কি হেল্প??
- ফোনটা বাসায় ফেলে আসছি! ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তানহা আসতে
লেট করছেন। তাকে একটা কল করবো। নাম্বার আমার মুখস্থই আছে। আপনি যদি একটা কল করতে দিতেন?
- এই নেন ফোন। কল করে অন্য টেবিলে যান! আমার ফ্রেন্ডরা এখুনি আসবে। আজকে আমাদের স্পেশাল মিট হচ্ছে।
আমি কল করে তানহাকে তাড়াতাড়ি আসতে বললাম।
- আপনার ফোনটা খুব ভালো। সাউন্ড কোয়ালিটি খুব ক্লিয়ার মনে হলো।
- উফ্ খোদা!!
আমি একটা হাসি দিয়ে উঠে অন্য টেবিলে গিয়ে বসলাম। অদ্রি মুখটা
বাঁকালো। ভেংচি কাটলো কিনা বুঝলাম না ঠিক!
প্রিয় পাঠক! এর মানে বুঝলেন? অদ্রির নাম আর ফোন নাম্বার দুইটাই এখন আমার কাছে আছে। সাইকো টাইপের ছেলেদের কখনো কখনো মেয়েরা খুব পছন্দ করে ফেলে...অদ্রিও করে ফেলেছে হঠাৎই একদিন!
ঠিক এই জন্যই.... আজকের আকাশে খুব স্বচ্ছ একটা চাঁদ উঠেছে। আমি আর অদ্রি আমাদের ডুপ্লেক্স বাসাটার বারান্দায় পাশাপাশি বসে হাতে হাত রেখে ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় চন্দ্রিমা বিলাসে মেতে উঠেছি । চাঁদটাকে না একটু বেশিই সুন্দর মনে হচ্ছে। সাথে অদ্রিকেও !!
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন