|
দীপংকর চন্দ
|
|
গল্প না গল্প না কল্পনা
28 March 2015, Saturday
একদিনের জন্য 'যা ইচ্ছে তা-ই' হবার বর পেলো ঝিঙে ফুল! মন তার ভরে উঠল অনাবিল আনন্দে!
কী হবে সে রূপান্তরের প্রথম ধাপে?
বেশি ভেবে সময় নষ্ট না করে ঝিঙে ফুল উজ্জ্বল হলুদ রঙের প্রজাপতি হয়ে উড়তে উড়তে অনেক দূরের একটা বাগানে চলে গেল!
বাগানে একটা চন্দ্রমল্লিকা দুলছিল! চন্দ্রমল্লিকার নিটোল পাপড়ির ওপর বসল ঝিঙে ফুল!
সেখানে একটা মৌমাছির সাথে পরিচয় হলো তার! মৌমাছিটা মহানন্দে মধু খাচ্ছিলো! ওকে দেখে ঝিঙে ফুলের মৌমাছি হতে ইচ্ছে করলো!
হলুদ প্রজাপতি থেকে সে এবার পরিণত হলো চঞ্চল মৌমাছিতে!
মহানন্দে কিছুক্ষণ মধু খেলো ঝিঙে ফুল, ঘুরে বেড়ালো এ-ফুল থেকে ও-ফুলে!
ঘুরতে ঘুরতে একটা টুনটুনির সাথে কথা হলো ঝিঙে ফুলের!
টুনটুনির সাথে কথা বলতে বলতে ঝিঙে ফুল ভাবলো, এবার একটা পাখি হলে কেমন হয়?
মন্দ হয় না!
কিন্তু কী পাখি হবো আমি?
শঙ্খচিল?
হ্যাঁ, ঝিঙে ফুল এবার শঙ্খচিল হলো!
শঙ্খচিল হয়ে উড়তে উড়তে উঠে গেল আকাশের অনেক উঁচুতে, যেখানে বাতাস ঘুরে বেড়ায় বৃত্তাকারে!
বৃত্তাকার বাতাসে শরীর ভাসিয়ে অনেক নিচের পৃথিবীর দিকে অপলক তাকিয়ে দেখলো ঝিঙে ফুল!
কী সুন্দর সবুজ পৃথিবীটা! কী ভীষণ মায়াময়!
দেখতে দেখতে বড় একটা পাহাড়ের দিকে হঠাৎ নজর পড়ল তার!
ঝিঙে ফুল ভাবল অনেকক্ষণ তো ঘুরে বেড়ানো হলো, এবার একটা পাহাড় হয়ে অনড় বসে থাকি কিছুটা সময়! প্রকৃতির ধ্যানে মগ্ন হয়ে দূর করি শরীরের ক্লান্তি!
বড় একটা পাহাড় হয়ে অনেকক্ষণ বসে রইল ঝিঙে ফুল! ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে থাকতে একটা নদী হতে ইচ্ছে করলো তার!
ইচ্ছে বরের সুবাদে গভীর স্রোতের একটা নদীতে পরিণত হলো ঝিঙে ফুল! আঁকাবাঁকা সর্পিল গতিতে কত মাঠ, কত ঘাট পেরিয়ে এল সে! ঢেউ হয়ে খেলা করলো জলের সাথে!
জলের সাথে খেলা করতে করতে ঝিঙে ফুল বিজ্ঞের মতো ভাবলো, আমার একবার মানুষ হওয়া উচিত!
ভাবতে না ভাবতেই সে পরিণত হলো মানুষে!
মানুষ হয়ে সারাদিনের কথাগুলো গোটা গোটা অক্ষরে লিখলো ঝিঙে ফুল! লিখলো 'যা ইচ্ছে তা-ই' হবার বর পাওয়া থেকে শুরু করে বিভিন্ন জীব এবং জড় জীবনে রূপান্তরের আনন্দময় গল্প!
লেখার পর গল্পটাকে বাতাসে ভাসিয়ে দিয়ে নিজেও সে মেঘ হয়ে ভাসতে ভাসতে দিন কাটিয়ে দিল!
সবশেষে আবার সে ঝিঙে ফুল হয়ে শুয়ে রইল টিনের চালে!
আর গল্পটা?
গল্পটা বাতাসে ভাসতে ভাসতে কত মানুষের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ালো দিনরাত!
সবাই দেখলো গল্পটিকে, অথচ প্রত্যেকেই বললো, না না, এটা কোন গল্প না!
গল্প না! আশ্চর্য তো! তাহলে এটা কী?
এটা হলো কল্পনা!
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন