|
মুখচোরা কথক
|
|
গল্পঃ জল
25 February 2015, Wednesday
তারাপদ রাগে থরথর করে কাপছে।তার ছোট্ট কাঠামোর শরীরটা এই রাগ ধারণ করার জন্য যেন খুব বেশিই ছোট হয়ে গেছে।
আজ আসুক শালী আগে,তারপর দেখব কত খাই আছে হারামজাদীর।অনর্গল বউকে গালি ইয়ে যাচ্ছে সে।
তার বউ দত্তদের বাসায় কাজ নিয়েছে কিছুদিন হল।কাজ নিয়েই সে বলেছিল দত্তদের বাড়ীতে যেতে ভয় পায় সে,নানান রকমের মানুষ আসে সেখানে,পুরুষ মানুষ গুলো যেন চোখ দিয়ে গিলে খায় তাকে।
কিন্তু তখন আসুস্থ,কর্মহীন তারপদ বউকে কাজ ছাড়তে দেয় নি।হ্যা,কি একটা চেহারা যেন তোর,কি ভাবিস নিজেকে? হেমা মালিনি?মানুষের আর কাজ নেই তোর দিকে তাকিয়ে থাকবে।কাজ না করলে খাবি কি?
তা তখন হেমাকে একপ্রকার বাধ্যই করে ছিল সে দত্তদের বাড়িতে কাজ করতে।তারপর কেটে গেছে ছয় মাস,হেমাও দত্তদের বাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছে।তারপদও সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছে।
আজ সকালে রান্না করে দত্তদের বাড়িতে গিয়েছে হেমা,তারপদও দুটো খেয়ে বের হয়েছে।ভালই চলছিল সব।কিন্তু আজ দত্তদের পাশের বাড়ির ড্রাইভার কথা প্রসঙ্গে কাকে যেন বলছিল দত্তদের কাজের মেয়ে নাকি বেশ খাসা,বাড়ির মেঝ ছেলের সাথে নাকি তার বেশ ঢলাঢলি।পাশেই দারিয়ে ছিল তারাপদ,এসব শুনে তার মাথায় যেন বজ্রপাত হয়েছে।একছুটে বাড়ি এসে যা ইচ্ছা গালাগাল দিতে দিতে হেমার চোদ্দ গুষ্টি উদ্ধার করছে সে,সেই সাথে নিজের ভাগ্যেরও।
সন্ধ্যায় হেমা ফেরার সাথে সাথে ক্রুদ্ধ বাঘের মত গর্জন করে সে,তুই আর দত্তদের বাড়িতে কাজে যাবি না।
-কেন?
-ওখানে কি করিস তুই,আমি জানি না ভেবেছিস?আমার সাথে থাকতে এমন ফস্টি নষ্টি
-ক্যান কি করেছি আমি?
-মেঝ কত্তার সাথে তোর এত ঢলাঢলি কিসের?এত খাইখাই কিসের তোর?
-কে কি বলেছে তোমাকে,হ্যা?আর আগে আমি নিজে যখন কাজ বাদ দিতে চেয়েছি তখন কেন বাদ দিতে দাও নি?এখন দুই পয়সা রোজগার করে খুব মিনষেগিরি দেখানো হচ্ছে,না?ফুসে ওঠে হেমা।
-তুই মেঝ কত্তার সাথে কিছু করিস নি?
_মেঝ কত্তা তো এখন আলাদা বাড়িতে থাকে।আর মা আমারে নিজের মেয়ের মত দেখে।বাইরে মানুষ আসে দেখে মা দেয়াল তুলে দিয়েছে।আমাদের দেয়ালের ওপারে যাওয়া বারণ।
-ওরা আসতে চাইলে ঠেকাতে পারবি তুই?
-শোন,অন্য কেও চাইলেই যদি হত,তবে এত দিনে অনেক ঘাটের জল খেয়ে আসতাম আমি,তুমি বুঝতেও পারতে না।
হঠ্যাত হেমার প্রতি এক জান্তব ভালবাসা অনুভব করে তারাপদ,খাস নি বুঝি?
-কি মনে হয় তোমার?
দুহাতে হেমাকে জড়িয়ে ধরে তারাপদ,আমার গা ছুয়ে বল।
-উহহ,ছাড়।অনেক কাজ আছে আমার আদিখ্যেতা দেখিও না এত।
-শোন,কেও যদি তোকে কিছু বলে,শুধু বলবি আমায়।আমি শালার জিভ কেটে নেব।
-কিছু বলে মানে?যদি জল খেতে চায়,দেব না?
দুহাতে হেমাকে বুকে পিষতে পিষতে তারাপদ বলে,দিবি?কই আমি চাইলে তো দিস না।
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন