|
ডি মুন
|
|
ফাঁদ ও সমতলের গল্প এবং আমরা ক’জন
12 February 2015, Thursday
এলোমেলো কথন...
আমাদের লেখালেখির শুরুটা বেশ আগে থেকে হলেও মূলত বছর দুই ধরে অনলাইনে এসে তা ডানা মেলতে শুরু করেছে। ঘর ছেড়ে উড়ে গেছে দূর দূরান্তের পাঠকের কাছে। আমরা প্রথমে এই ব্লগেই লেখা শুরু করেছিলাম। এখনো এখানেই স্বাচ্ছন্দবোধ করি। এই সামহোয়্যারইন ব্লগ। আমাদের ভালবাসার যায়গা। এখানে এসে আমরা অনেকটা মুক্ত হয়েছি। এ যেন গুটি কেটে রেশম পোকার বেরিয়ে আসা; অসীম আকাশ মুখে নিয়ে।
আর সেই থেকেই আমাদের রাফখাতায় কিংবা ডায়েরিতে লুকিয়ে থাকা লাজুক গল্পগুলো ধীরে ধীরে আড়মোড়া ভেঙে নিজেদের প্রকাশ করতে থাকে একে একে। গুণী পাঠকেরা সেসব পড়েন। মন্তব্য করেন। সমালোচনা করেন। জানান ভালোলাগা মন্দলাগার কথা। আমরা সমৃদ্ধ হই গুণীজন-স্পর্শে। বহু মানুষের চিন্তা-চেতনা ও জীবন দর্শনের সাথে আমাদের ভাবনার সখ্যতা হয়। কখনোবা বৈপরীত্য জাগে। নতুনভাবে পৃথিবীকে দেখার প্রেরণা পাই।
আমাদের গল্পগুলোর হৃদয় বড় হতে থাকে। বন্ধুর উৎসাহে, অপরিচিত প্রশংসায়, কিংবা আগন্তক টেলিফোনে আমরা ঋদ্ধ হই। ভাবনার দেয়ালে পরিপক্কতা জমে। আমাদের গল্পেরা - যারা আমাদের খুব প্রিয় ছিল- ধীরে ধীরে আরো অনেকের কোলঘেষা হয়। চিন্তাশীল পাঠকেরা সেগুলোকে নিজেদের গল্প ভাবতে শুরু করেন, ভালবাসেন। আমাদের সন্তানসম গল্পের কপালে এমন ভালোবাসার রেখা আঁকা হয়ে গেলে আমরা হাসিমুখ হয়ে উঠি। সিদ্ধান্তে আসি, প্রকাশিত-অপ্রকাশিত গল্পগুলোকে এবার মলাটবন্দী করা যাক।
উদাস দিনের ক্লান্তি শেষে...
ব্যক্তিজীবনে প্রবল আলস্য আর উদ্যমহীনতা আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে। আমরা ঘরকুনোর দল বলেই উদ্যমী হতে ভয় পাই। অলসতার চাদরে আপদমস্তক নিজেদের মুড়ে রাখি। তবু সময়ে সময়ে কিছু উদ্যমী মানুষের সংস্পর্শে এসে আমাদের কর্মবিমুখ অলস শরীরেও গতিশীলতা ভর করতে শুরু করে। আমরা উদাস দিনের ক্লান্তি নদীতটে বিসর্জন দিয়ে বুঝে যাই, একলা চলার দিন শেষ হয়েছে। আমরা জড়িয়ে গেছি আরো অনেকের সাথে। ভালোবাসায়, মমতায়, আন্তরিকতায়। টের পাই, আমাদের হৃদয়ে-হৃদয়ে কোথায় যেন সুতো বাধা হয়ে গেছে আমাদেরই অলক্ষে। ভালোবাসার জালে আঁটকা পড়ে হয়ে গেছি আমরা ক’জন। আর তাই দ্বিধার পর্দা ছিঁড়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পাই।
সে এক মাহেন্দ্রক্ষণ...
একদিন এক সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দিয়ে বলেন, মুন ভাই বই বের করার ইচ্ছে আছে নাকি?
আমি বলি, ইচ্ছে তো ছিল গতবার। হলো না। এবারও আছে। দেখি শেষমেশ কি হয় !
মাহমুদ ভাই বলেন, চলেন দু’জনে একসাথে করি। মানে আপনি আর আমি। দু’জনের একটা বই।
মাহমুদ ভাই এর সাথে ততদিনে সখ্যতা হয়ে গেছে। উনি অত্যন্ত ভালো লেখেন। আর তার চেয়ে বড়ো কথা উনি ভালো মানুষ। কপটতাহীন সরল হাসি হাসতে জানেন। সহজ কথা সহজে বলতে জানেন। স্বপ্ন দেখতে জানেন। অনুপ্রাণিত করতে জানেন। তাই শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসানো যায় এমনই একজন মানুষ তিনি। সেই প্রিয় মানুষটির মুখে একসাথে বই বের করার প্রস্তাব শুনে বিহ্বল হয়েছিলাম। ভীষণ খুশি হয়ে বলেছিলাম, চলেন মাহমুদ ভাই শুরু করি। ‘ফাঁদ ও সমতলের গল্প’ এভাবেই শুরু হয়ে যায়।
যাদের কাছে অশেষ ঋণ...
আমি থেকে আমরা হয়ে উঠতে গেলে ভালবাসার মতো কিছু মানুষের প্রয়োজন হয়। এখানে, এই ব্লগে, ভালবাসার মতো ভালো মনের বহু মানুষের সন্ধান আমরা পেয়েছি। যারা প্রতিনিয়ত সাহস দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, বলেছেন – পাশে আছি, লিখে যাও। আমরা তাদের ‘পাশে আছি’ বাক্য সম্বল করে এগিয়ে যাই। সংকটে পাশ ফিরি। দেখি তারা পাশেই আছেন। আমাদের গল্পগুলিকে ভালবেসেছেন। ভুলগুলো শুধরে দিয়েছেন। ভাইয়ের মত, বন্ধুর মত, অভিভাবকের মত মিশেছেন আমাদের সাথে।
আর এমনই ক’জন হলেন - শ্রদ্ধেয় মামুন রশিদ, আমিনুর রহমান, জুলিয়ান সিদ্দীকী, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, মইনুদ্দিন মইনুল, ঢাকাবাসী, বোকামানুষ বলতে চায়, হাসান মাহবুব, কাল্পনিক ভালোবাসা, জাফরুল মবীন, মহা মহোপাধ্যায়, অপূর্ণ রায়হান, স্বপ্নবাজ অভি, মোঃ সাইফুল ইসলাম সজীব, হানিফ রাশেদিন, এহসান সাবির, সুমন কর, আদনান শাহরিয়ার, কাণ্ডারি অথর্বসহ আরো অনেকে। তাদের কাছে কৃতজ্ঞতা অন্তহীন। আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্কে আমরা জড়িয়ে আছি তাদের সাথে।
আহা, আমাদের গল্পগুলো ...
একটি গল্পগ্রন্থের ভেতর চোখ রাখলে সাদা কাগজের বুকে কালো-রঙ শব্দের ভুবন নিজেকে মেলে ধরে। সেখানে অনুভবে হারিয়ে যাওয়া যায়। বইয়ের পাতায় হাত ছোঁয়ানো যায়। গন্ধ নেয়া যায়। গল্পগুলো ভালো হলে তা হৃদয়কে আর্দ্র করে। মনে ভালোলাগা অনুভূতি তৈরি হয়। ব্যস্ত নাগরিকমনেও খানিকটা বৈরাগ্য জাগে। পাঠক আপ্লুত হন। নতুন ভাবনায় সমৃদ্ধ হন। বই পড়ে ব্যয় করা সময়টুকু তখন অমূল্য মনে হয়। লেখকের সাথে পাঠকের একটা আনন্দভ্রমণ হয় প্রতিটি পৃষ্ঠায়।
আমরা পাঠকের সেই আনন্দভ্রমণের সঙ্গী হতে চেয়েছি আমাদের সবটুকু সাধ্য দিয়ে। ভাষা দিয়ে, শব্দ-বাক্য-উপমা দিয়ে, চিন্তা দিয়ে, দর্শন দিয়ে। গল্প দিয়ে আমরা চিন্তাশীল পাঠকের মনের সাথে একটা সন্ধি স্থাপন করতে চেয়েছি। ভালবাসায় ভরতে চেয়েছি তাদের ব্যস্ত জীবনের অল্প-অবসর।
ভেসে আসে সুমধুর সুর ...
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
That's more than senbisle! That's a great post!
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন