|
খারাপ কপাল
|
|
সময় (ছোটগল্প)
04 February 2015, Wednesday
ডা: মাহবুব সাহেব প্রতিদিন ক্লিনিক থেকে অনেক রাত করে বাড়ি ফেরেন। তার ৫ বছরের ছেলে শাফি প্রতিদিন আব্বুর সঙ্গে খাবে বলে অপেক্ষা করে একসময় ঘুমিয়ে পরে। একদিন সে জেগে থাকা অবস্থায় তার আব্বু বাড়ি ফিরলেন।
"পাপ্পা, আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি?"
"হ্যাঁ, অবশ্যই"
"তুমি প্রতি ঘন্টায় কতটাকা আয় কর?"
"That's not your business"
"প্লীজ, বল…"
"এভারেজে ১০০০ টাকা"
"তুমি কি আমাকে ৫০০ টাকা দিবে?"
ক্লান্ত মাহবুব সাহেব রেগে ছেলেকে ধমক দিয়ে ঘুমুতে যেতে বললেন। একটু পর উনার মেজাজ যখন স্বাভাবিক হল তিনি ছেলেকে শোয়া থেকে কোলে নিয়ে ৫০০ টাকা দিয়ে বললেন, "আই অ্যাাম সরি"
শাফি খুশি হয়ে আব্বুকে চুমু খেয়ে বলল "থ্যাঙ্ক ইউ সো মাচ"
তারপর সে তার টেবিলের ড্রয়ারে পেন্সিল বক্সে জমানো ভাংতি টাকার সঙ্গে তার আব্বুর দেয়া টাকা একত্রিত করে গুণে দেখল ১০০০ টাকা হয়েছে। টাকা গুলো সে তার আব্বুকে দিয়ে বলল," পাপ্পা, আমি কি তোমার এক ঘন্টা সময় কিনতে পারি? কাল কি তুমি একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে? জন্মদিনে আমরা একসঙ্গে ডিনার করব"
ম্যোরাল অফ দ্যা স্টোরি: আপনি আপনার প্রিয় মানুষকে সর্বশ্রেষ্ঠ যে উপহারটি দিতে পারেন তা হচ্ছে সময়, কারণ আপনি আপনার জীবনের একটি অংশ তাকে দিয়ে দিচ্ছেন, যা আর কোনদিন ফেরত আসবেনা!
বি: দ্র: গল্পটি একটি বিদেশী ভাষার গল্পের ঈষৎ পরিবর্তীত অনুবাদ
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন