|
চিরতার রস
|
|
◙ ঈশপের গল্প ◙ আধুনিক ভার্সন ◙ পর্ব ২
25 January 2015, Sunday
দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা বিরাট ভাল্লুক তাদের দিকে আসতেছে। এখন উপায়? !!!
কিছু বুঝে উঠার আগেই এক বন্ধু অপরজনকে ফেলেই দৌড়ে গিয়ে একটা বড় গাছে উঠে বসলো। কিন্তু অপরজন গাছে উঠতে পারেনা। তাই সে মহা বিপদে পরে গেলো। ভাল্লুকের হাত থেকে বাঁচতে সে একটা ফন্দি আটলো। চোখ বন্ধ করে অফলাইন হয়ে গেল। ভাল্লুকটি তার কাছে এসে পোক দিতে লাগলো। কিন্তু বুদ্ধিমান বন্ধুটি ভাল্লুককে পোক ব্যাক করলো না। ভাল্লুকটি মনে করলো এর আইডি মনে হয় ডিএক্টভি। তাই সে আর টাইম নষ্ট না করেই অন্য দিকে চলে গেল। বুদ্ধিমান বন্ধুটি এই যাত্রায় রক্ষা পেল। ভাল্লুকটি চলে যাওয়ায় অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে তার জিজ্ঞেস করলো ভাল্লুকটি তার কানে কানে কি বললো? বুদ্ধিমান বন্ধুটি বললো -"ভাল্লুকটি আমাকে একটা উপদেশ দিয়েছে। সে বললো ফ্রেন্ড লিস্টের সকল বন্ধুই আসল বন্ধু না। সেখানে কিছু সুবিধাবাদী বন্ধুও থাকে। যারা বন্ধুর বিপদ দেখলে দৌড়ে পালায়। তাদের খুঁজে খুঁজে আনফ্রেন্ড করে দিতে হয়।"
আধুনিক মোরালঃ ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়।
সিংহ ও ইদুর
এক দুপুরে বনের মধ্যে একটা সিংহ বেঘোরে ঘুমাচ্ছিলো। ঘুমানোর আগেই সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল এরকম-
"ব্যাপুক ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নিই। ডোন্ট ডিস্টার্ব মি গাইজ।-ফিলিং স্লিপি।"
কিন্তু সিংহের এই স্ট্যাটাসটি পিচ্ছি ইদুরের চোখ এড়িয়ে গিয়েছিল। সে দৌড়া দৌড়ি করতে করতে এক পর্যায়ে সিংহের নামের উপর উঠে বসলো। আর তাতেই সিংহের ঘুম ভেঙে গেল। সিংহটি ইদুরটিকে খপ করে ধরে ফেললো।
ইদুরটি সিংহের কাছে তার জীবন ভিক্ষা চাইলো। বললো -"আমাকে ছেড়ে দিন সিংহ ভাই। আমি আর কোন দিন দুস্টামি করবো না। আজ থেকে আমি আপনার বন্ধু। আপনার বিপদের সময় আমি আপনাকে সাহায্য করবো।"
পুচকে ইদুরের কথায় সিংহ হো হো করে হেসে দিল। ইদুরকে উদ্দেশ্য করে সে বলতে লাগলো -"তোর মত এই পুচকে ইদুর বনের রাজাকে কিভাবে সাহায্য করবে?"
ইদুর সিংহকে বললো- "সেটা সময়ই বলে দিবে।"
ইদুরের কথায় সিংহ খুব মজা পেল। তার মনটা ভাল হয়ে গেল। তাই সে ইদুরকে ক্ষমা করে দিল। ইদুর তার জীবন ফিরে পেয়ে সিংহকে কদমবুসি করে বিদায় নিল।
কিছু দিন পরে একদল শিকারীর পাতা জালে সিংহ আটকে গেল। শত চেষ্টা করেও সে জাল থেকে বের হতে পারলো না। সিংহ তার স্মার্টফোন বের করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলো -"আমি ফাইসা গেছি মাইন্কা চিপায়। শেষ পর্যন্ত শিকারীর জালেই ধরা খাইলাম !!"
স্ট্যাটাসটা ইদুরের চোখ এড়ালো না। ইদুর সাথে সাথেই বন্ধুকে উদ্ধারের জন্য ছুটে গেল। কুটকুট করে জালের প্রতিটি বাধন কেটে সিংহকে উদ্ধার করলো।
জাল থেকে বের হয়ে সিংহ যেন হাফ ছেড়ে বাঁচলো। সাথে সাথেই ইদুরকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আর ইদুরও সিংহের রিকোয়েস্ট হাসিমুখে একসেপ্ট করলো।
আধুনিক মোরালঃ অরডিনারী ফেসবুকারও সেলিব্রেটি ফেসবুকারদের কখনও কখনও কাজে আসতে পারে।
উৎসঃ সামহোয়ারইনব্লগ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন